নিজস্ব প্রতিনিধি : পদ্মাসেতুর নিরাপত্তার লক্ষ্যে সেনাবাহিনীর জন্য আধুনিক ফায়ারিং রেঞ্জ উদ্বোধন করলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
শরীয়তপুরে জাজিরায় শেখ রাসেল সেনানিবাসের একটি নবনির্মিত অত্যাধুনিক ইনডোর ফায়ারিং রেঞ্জের উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
এই ইনডোর ফায়ারিং রেঞ্জে বৈরী আবহাওয়ার মধ্যেও ১০০ মিটার দূর থেকে ফায়ারিংসহ স্বয়ংক্রিয়ভাবে লক্ষ্যবস্তু পরিবর্তনের সুবিধা রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের জন্য ফায়ারিং অনুশীলনের ধারায় একটি নতুন সংযোজন। ফায়ারিং রেঞ্জ যেকোনো সেনানিবাসের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান।
বাংলাদেশ সেনাবাহিনীর যে মূল মন্ত্র ‘এক গুলি এক শত্রু’, এটাকে বাস্তবায়ন করতে হলে প্রশিক্ষণের বিকল্প নেই। আর সেই ফায়ারিং সঠিকভাবে চর্চা করতে ফায়ারিং রেঞ্জ দরকার। (তথ্য সূত্র ও ছবি : ডিফেন্স রিসার্চ ফোরাম)