রংপুর জেলা পুলিশের কর্মকর্তাদের সাথে রংপুর রেঞ্জের ডিআইজি’র বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

Uncategorized আইন ও আদালত জাতীয় বিশেষ প্রতিবেদন রংপুর

নিজস্ব প্রতিনিধি  : রংপুর জেলা পুলিশের কর্মকর্তাদের সাথে রংপুর রেঞ্জের ডিআইজি’র বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।


বিজ্ঞাপন

বুধবার  ১৬ই আগস্ট বেলা ১২ টায় পুলিশ সুপারের কার্যালয়, রংপুরের সম্মেলন কক্ষে রংপুর জেলা পুলিশের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন রংপুর রেঞ্জের  ডিআইজি, মোঃ আব্দুল বাতেন বিপিএম, পিপিএম।

রংপুর রেঞ্জ পুলিশের  ডিআইজি পুলিশ অফিস, রংপুরে পৌঁছালে জেলা পুলিশ রংপুরের একটি সুসজ্জিত দল তাঁকে গার্ড অব অনার প্রদান করেন।

অভ্যর্থনা গ্রহণ শেষে ডিআইজি  রংপুর জেলাস্থ সকল ইউনিটের কর্মকর্তাগনের সাথে মতবিনিময় করেন এবং রংপুর জেলার সার্বিক আইন-শৃংখলা পরিস্থিতির খোঁজখবর নেন। রংপুর জেলার সার্বিক আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় তিনি সকলকে ধন্যবাদ জানান।

পাশাপাশি আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করার নির্দেশ প্রদান করেন। পুলিশের আইনগত সেবা সাধারণ জনগণের দোরগোড়ায় পৌঁছানোর মাধ্যমে জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে বিশেষ নির্দেশনা দেন।

রংপুর জেলার পুলিশ সুপার,  মোঃ ফেরদৌস আলী চৌধুরী’র সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মিজানুর রহমান, পিপিএম (বার), অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), রংপুর রেঞ্জ, রংপুর, এস এম রশিদুল হক পিপিএম, অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স), রংপুর রেঞ্জ, রংপুর, পংকজ চন্দ্র রায় পিপিএম, অতিরিক্ত ডিআইজি (অপারেশনস্), রংপুর রেঞ্জ, রংপুর, মোঃ তরিকুল ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), রংপুর, মোছাঃ সুলতানা রাজিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), রংপুর, মো: ইফতেখায়ের আলম অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রংপুর, হোসাইন মোহাম্মদ রায়হান, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল), রংপুর, মোঃ আবু আশরাফ সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল), রংপুর, আবু হাসান মিয়া, সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল), রংপুরসহ রংপুর জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের অফিসার ইনচার্জগণ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *