নিজস্ব প্রতিনিধি : বুধবার ১৬ আগস্ট, বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর ময়মনসিংহ বিভাগীয় কার্যলয়ের কর্মকর্তারা ময়মনসিংহ জেলার ফুলপুর এবং হালুয়াঘাট উপজেলার বিভিন্ন এলাকায় সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে নিমোক্ত প্রতিষ্ঠানসমূহের ক্লে ব্রিকস্ পণ্যের অনুকূলে বিএসটিআই এর মান সনদ গ্রহণের তাগাদা দেওয়া হয়, প্রতিষ্ঠান গুলো যথাক্রমে, বাবর এন্ড কোং প্রা: লি:, বীরগুছিনা, ধারা বাজার, হালুয়াঘাট, মেসার্স এফ.এ.বি. ব্রিকস্:, বীরগুছিনা, ধারা বাজার, হালুয়াঘাট, এসবিএম ব্রিকস্, দরাবন্নী, পাবিয়াঝুরী, হালুয়াঘাট, মেসার্স হাসান ব্রিকস্, কিসমত নড়াইল,গাঙ্গিনাপাড়, হালুয়াঘাট, মেসার্স শ্রাবনী ব্রিকস্,কিসমত নড়াইল,গাঙ্গিনাপাড়, হালুয়াঘাট, দাওয়া ব্রিকস্, ফুলপুর।
নিমোক্ত প্রতিষ্ঠানসমূহের ফার্মেন্টেড মিল্ক পণ্যের অনুকূলে বিএসটিআই এর মান সনদ গ্রহণের তাগাদা দেওয়া হয় ঝর্ণা সুইটস, তাবিল প্লাজা,ধারা বাজার, কাকলী সুইটস, ধারা বাসস্ট্যান্ড, হালুয়াঘাট, সুজন সুইটমিট, ধারা বাজার, হালুয়াঘাট।
এছাড়া এন আর ফুড প্রোডাক্টস, কুমুরিয়া নতুন বাজার, হালুয়াঘাট প্রতিষ্ঠানটির মুড়ি পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স গ্রহনের তাগাদা প্রদান করা হয়। প্রতিষ্ঠানটির কারখানায় নির্মান কাজ চলমান।
নমুনা সীলকরণ: স্বপ্না ব্রিকস্, তারাকান্দা প্রতিষ্ঠানটির ক্লে ব্রিকস্ পণ্যের নবায়নের আবেদনের প্রেক্ষিতে নমুনা সীল করা হয়। চৈতী ভ্যারাইটিজ স্টোর, তারাকান্দা বাসস্ট্যান্ড, ময়মনসিংহ হতে বিনা পরীক্ষণ ফি তে পরীক্ষণের জন্য সয়াবিন তেলের ২ টি নমুনা সংগ্রহ করা হয়।
অভিযানটি পরিচালনা করেন বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর ময়মনসিংহ বিভাগীয় অফিসের কর্মকর্তা প্রকৌ. শাওন কুমার ধর আবীর ,ফিল্ড অফিসার (সিএম)।