
মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি কায়জার মোল্লা।

মো: রফিকুল ইসলাম (নড়াইল) : মাদক মামলায় ৩ (তিন) বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি কায়জার মোল্যাকে গ্রেফতার করেছে নড়াইল সদর থানা পুলিশ। সে নড়াইল সদর থানার ভওয়াখালি গ্রামের মোঃ তালেব মোল্যার ছেলে। বৃহস্পতিবার ১৭ আগস্ট ভোর রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার অফিসার ইনচার্জ ওবাইদুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) আজিজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে।আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার মোসা: সাদিরা খাতুন এর নির্দেশনায় ওয়ারেন্ট তামিলে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।

👁️ 7 News Views
