মো:রফিকুল ইসলাম,নড়াইলঃনড়াইলের কালিয়ায় সরকারী সম্পত্তিতে পাঁকা ভবন নির্মানে প্রশাসনিক নিষেধাজ্ঞার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুকে) পোষ্ট করায় বাবর আলী নামে’র এক সাংবাদিককে হত্যার হুমকির অভিযোগ উঠেছে ছোট কালিয়া গ্রামের মৃত-ওলিয়ার রহমানের ছেলে আকিবুর রহমান (আকিবের) বিরুদ্ধে। অভিযুক্ত আকিবুর রহমান যমুনা ব্যাংকের গোপালগঞ্জ শাখায় কর্মরত আছেন। শুক্রবার (১৮ আগষ্ট) রাতে ওই সাংবাদিকের ম্যাসেঞ্জার ও ব্যাক্তিগত মোবাইলে এ হত্যার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় সাংবাদিক বাবর আলী নিরাপত্তার স্বার্থে বিষয়টি ইউএনও কালিয়াকে অবগত করে কালিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি জাতীয় দৈনিক আমাদের অর্থনীতি ও দৈনিক জন্মভূমি পত্রিকার কালিয়া প্রতিনিধি এবং রাজধানী টেলিভিশনের জেলা প্রতিনিধী হিসাবে কর্মরত রয়েছেন। অভিযুক্ত হুমকীদাতা উপজেলার জয়পুর গ্রামের তারা মিয়া মোল্যার ছেলে আকিবুর হোসেন। অভিযোগ সূত্রে জানা যায়,গত শুক্রবার (১৮ আগষ্ট) কালিয়া উপজেলার সামনের সরকারী জমিতে প্যারী শংকর স্কুলের সাবেক প্রধান শিক্ষক লুৎফর রহমানের পরিবার অবৈধ ভাবে এ স্থাপনা নির্মাণ কালে উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থলে গিয়ে নিষেধাজ্ঞা জারী করেন। ওই দিনই বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুকে) পোষ্ট করায় ভাইরাল হয় এবং অভিযুক্ত আকিবুর রহমান সেখানে থেকে বাজে মন্তব্য করেন। এছাড়া ফোনেও হত্যার হুমকি দেন বলে অভিযোগে বলা হয়েছে। এ বিষয়ে কালিয়া থানার ওসি তদন্ত রতনুজ্জামান বলেন, অভিযোগ পেয়েছি,তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে অভিযুক্ত আকিবুর এর মুঠফোনে একাধীকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেন নি,বলে তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।