নিজস্ব প্রতিবেদক : বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র কক্সবাজার ব্যাটালিয়নের একের পর এক মাদক চোরাচালান বিরোধী অভিযানে ব্যাপকভাবে সফলতা অর্জন করেছে। বিধায় প্রতিনিয়ত আটক হচ্ছে মাদকসহ বিভিন্ন চোরাচাহনের বড়ো বড়ো চালান, আজও বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র কক্সবাজার ব্যাটালিয়নের পৃথক অভিযানে আটক হয়েছে বিপুল পরিমাণ ইয়াবার চালান।
জানা গেছে, বর্তমান সরকারের মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির যথাযথ বাস্তবায়নকল্পে মাঠ পর্যায়ে বিজিবি’র অভিযানিক কর্মকান্ড এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় কক্সবাজারে বিজিবি’র অভিযানে ৭৫,০০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।
শনিবার ১৯ আগস্ট, বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধিনস্থ বালুখালী, বাইশফাঁড়ী এবং পালংখালী বিওপি’র বিশেষ আভিযানিকদল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ৭৫,০০০ পিস বার্মিজ ইয়াবা জব্দ করতে সক্ষম হয়েছে।