ময়মনসিংহে স্বাস্থ্য সেবাকে সহজ করতে অটোমেশন পদ্ধতি চালু

Uncategorized জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ময়মনসিংহ স্বাস্থ্য

 

নিজস্ব প্রতিনিধি  : জনগণের সেবাকে সহজিকরণ ও স্বাস্থ্য বিভাগের এই নতুন সংযোজন অটোমেশন পদ্ধতি চালু হয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে।


বিজ্ঞাপন

রোগীরা পাচ্ছেন যেসকল সেবা পাবেন তা যথাক্রমে, এর মাধ্যমে হাসপাতালে আগত সকল রোগীর তথ্য সংরক্ষিত ও পরবর্তীতে চিকিৎসার ক্ষেত্রে চিকিৎসক পেয়ে যাবেন পূর্বের সকল তথ্য। রোগী খুব সহজে সকল পরীক্ষার রিপোর্টের কপি নিতে পারবেন। দ্রুত সময়ে সার্ভিস, কমছে রোগীর কাগজ পত্র নিয়ে হয়রানি, পরীক্ষার বা ভর্তির টাকা পরিশোধ বিষয়ক থাকবে না জটিলতা, চিকিৎসকগন এই তথ্য ভান্ডার থেকে বিভিন্ন গবেষণা ও যে কোন রোগের প্রাদুর্ভাব কোন এলাকায় বেশি, ইত্যাদি সম্বন্ধে জানতে পারবেন। হাসপাতাল কর্তৃপক্ষ বিভিন্ন চাহিদা অনুযায়ী কার্যক্রম পরিচালনা করতে পারবেন। আইনি সমস্যায় সহায়ক।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কার্ডিওলজি বিভাগে অটোমেশন এর মাধ্যমে রোগীর ছাড়পত্র প্রদান উদ্বোধন করেন হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ গোলাম ফেরদৌস, বিভাগীয় প্রধান ডা. গোবিন্দ কান্তি পাল, উপ-পরিচালক ডা. জাকিউল ইসলাম ও সকল পর্যায়ের চিকিৎসকগণ।

খুব শীঘ্রই পর্যায়ক্রমে হাসপাতালের সকল বিভাগ এই অটোমেশন এর আওতায় আসবে বলে পরিচালক আশা ব্যক্ত করেছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *