গোপালগঞ্জে নামসর্বস্ব এতিমখানার নাম ভাঙিয়ে প্রায় ৮ একর সরকারি যায়গা ভোগদখল করার অভিযোগ

Uncategorized অপরাধ আইন ও আদালত খুলনা জাতীয় সারাদেশ

এই সেই নামসর্বস্ব এতিমখানা যার নাম ভাঙ্গিয়ে সরকারের ৮ একর জায়গা দখল করে রেখেছে প্রভাবশালী মহল।


বিজ্ঞাপন

মো: সাইফুর রশিদ চৌধুরী  :  গোপালগঞ্জে নামসর্বস্ব এতিমখানার নাম ভাঙিয়ে প্রায় ৮ একর সরকারি যায়গা দখল করে ভোগ করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জ সদর উপজেলার ১২নং উলপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ৪৭ নং উলপুর মৌজার মধ্যপাড়া গ্ৰামে।এঘটনায় গ্ৰামবাসীর মধ্যে ব্যপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেছে।


বিজ্ঞাপন

এলাকাবাসীর দাবি নিজড়া গ্ৰামের প্রভাবশালী সিহাব মোল্লা ভূয়া এতিমখানা দেখিয়ে নামমাত্র একটি কমিটি তৈরি করে বিশাল এই সরকারি যায়গা দখল করে রেখেছে।এলাকাবাসীর অভিযোগের সূত্র ধরে সরজমিন পরিদর্শন করে এলাবাসীর অভিযোগের সত্যতা পাওয়া যায়।

দেখা যায় জরাজীর্ণ কয়েকটি পুরাতন বইল্ডইং ঘর। পুরো জায়গা জুড়ে ঝোপঝাড় গজিয়ে আছে। পুরাতন এক বিল্ডিং এ ঝুলানো আছে এতিমখানার একটি সাইনবোর্ড। এখানে নেই কোন এতিম শিক্ষার্থী, দেখা মেলেনি কোন শিক্ষকের। সেখানে বসতি গড়ে তুলেছেন সিহাব মোল্লার মেয়ে পিয়া খানম। পিয়া খানম সাংবাদিকদের বলেন, বর্তমানে এতিমখানাটি বন্ধ, আমার বাবা এতিমখানার সভাপতি আমি এবং আমার স্বামী এগুলো রক্ষনাবেক্ষন জন্য এখানে বসবাস করছি।

এলাকার একটি নিরপেক্ষ সূত্র ও বিভিন্ন সরকারি দপ্তরের তথ্য থেকে জানা যায়, নিজড়া গ্ৰামের মরহুমা সাহিদা খানম জীবিত থাকাকালীন সময়ে সরকারি জায়গা লিজনিয়ে একটি এতিমখানা স্থাপন করেন। তিনি এতিমখানারটি বেসকিছুদিন চালানোর পরে ২ হাজার ২০ সালে মারা যান। এরপর থেকে প্রতিষ্ঠানটি দূর্বলত হতে হতে কয়েক মাস পূর্বে পুরোপুরি বন্ধ হয়ে যায়।

উলপুর এলাকার বাসিন্দা নাশির মোল্লা ও ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য রেজাউল মোল্লা সাংবাদিকদের জানান, জবরদখলদার ও ভূমিদস্যু সিহাব মোল্লা এতিমখানার প্রতিষ্ঠাতা সাহিদা খানমের আপন চাচা।

সাহিদার মৃত্যুর পর সুযোগ বুঝে এতিমখানাটির নাম মাত্র দায়িত্ব নেয় তিনি। একপর্যায়ে এতিম ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের নির্যাতন করে বের করে দেন এবং প্রতিষ্ঠানটির বিভিন্ন আসবাবপত্র বিক্রয় করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেন। বর্তমানে নিজের মেয়ে জামাইকে বসবাস করতে দিয়ে কয়েকটি ভবনসহ পুরো জায়গা দখল করে রেখেছে।

এবিষয়ে জানতে চাইলে সিহাব মোল্লা তার বিরুদ্ধে ওঠা সকল অভিযোগ অস্বীকার করে বলেন, আমি এতিমখানার সভাপতি আপাতত রক্ষনাবেক্ষনের জন্য আমার মেয়ে-জামাইকে দেখভাল করার দায়িত্ব দিয়েছি। খুব তাড়াতাড়ি এতিমখানাটি চালু করবো।

গোপালগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মহসিন উদ্দীন বলেন, আমি শুনেছি ওই এলাকায় সরকারি যায়গা নিয়ে এলাকাবাসীর মধ্যে ঝামেলা চলছে। কোন প্রভাবশালী ব্যক্তি সরকারি যায়গা অনিয়মে দখল করে রাখতে পারবে না। আমরা দ্রুততম সময়ের মধ্যে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো। কেউ ভোগদখল করতে চাইলে সরকারি বিধি মোতাবেক আবেদন করে বন্দোবস্ত গ্ৰহণ করতে হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *