জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩” উপলক্ষ্যে রাজারবাগ পুলিশ লাইন্সের পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ

Uncategorized অর্থনীতি জাতীয় ঢাকা বিশেষ প্রতিবেদন রাজধানী

নিজস্ব প্রতিবেদক : “জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩” উপলক্ষ্যে রাজারবাগ পুলিশ লাইন্সের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বিপিএম-বার, পিপিএম।


বিজ্ঞাপন

প্রাতিষ্ঠানিক জলাশয়ে মৎস্যপোনা অবমুক্তকরণ কর্মসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্সের পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি পালন করা হয়।


বিজ্ঞাপন

“নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় এবারও মৎস্য অধিদপ্তরের সহযোগিতায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মৎস্যপোনা অবমুক্তকরণ কর্মসূচি বাস্তবায়ন করছে। এ কর্মসূচিতে পুলিশ লাইন্স পুকুরে রুই, কাতলা, মৃগেল ও কালিবাউস জাতীয় মাছের ৪০০ কেজি পোনা অবমুক্ত করেন ডিএমপি কমিশনার।

এ সময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার বিপিএম (বার); অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) ড. খঃ মহিদ উদ্দিন বিপিএম-বার; অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স এন্ড প্রকিউরমেন্ট) মহাঃ আশরাফুজ্জামান বিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ মুনিবুর রহমান; যুগ্ম পুলিশ কমিশনারগণ, উপ-পুলিশ কমিশনারগণসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাগণ এবং মৎস্য অধিদপ্তরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা সৈয়দ মোঃ আলমগীর, ঢাকা জেলা মৎস্য কর্মকর্তা বি এম মোস্তফা কামাল, জেলা মৎস কর্মকর্তা (রিজার্ভ) উম্মে কুলসুম ফেরদৌসী, সিনিয়র সহকারী পরিচালক ড. আয়েশা সিদ্দিকা উপস্থিত ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *