নিজস্ব প্রতিনিধি : গতকাল মঙ্গলবার ২২ আগস্ট . সকাল সাড়ে ১০ টায় রংপুর জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান এর সভাপতিত্বে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৩’ উপলক্ষে আলোচনা সভা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সূচনা হয় ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৩’ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে।
র্যালিটি জেলা প্রশাসক কার্যালয়, রংপুর গেটের সামনে হতে শুরু হয় শহরের প্রধান প্রধান সড়ক অতিক্রম করে টাউন হলে গিয়ে শেষ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ হাবিবুর রহমান, বিভাগীয় কমিশনার, রংপুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পংকজ চন্দ্র রায় পিপিএম, অতিরিক্ত ডিআইজি, রংপুর রেঞ্জ, মোঃ সায়ফুজ্জামান ফারুকী, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ), রংপুর মেট্রোপলিটন পুলিশ, রংপুর, মোঃ ফেরদৌস আলী চৌধুরী, পুলিশ সুপার, রংপুর, আবু তালহা বিপ্লব, সদস্য, আহ্বায়ক কমিটি, বাংলাদেশ আওয়ামী লীগ, রংপুর জেলা শাখা।
অনুষ্ঠানে স্বাগত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আলী আসলাম হোসেন, অতিরিক্ত পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রংপুর। সেখানে উপস্থিত ছিলেন রংপুর বিভাগের বিভিন্ন জেলা-উপজেলার সরকারি-বেসরকররি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, এনজিও কর্মী, মসজিদের ইমাম, স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীবৃন্দ।