উদ্ধারকৃত বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন।
নিজস্ব প্রতিনিধি : গত ২২ আগস্ট, রাতে বিজিবি’র রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) নিজস্ব গোয়েন্দা সূত্রে জানতে পারে যে, অত্র ব্যাটালিয়নের অধীনস্থ আজমতপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে ভারত হতে অবৈধ অস্ত্র বাংলাদেশে পাচার হওয়ার সম্ভাবনা রয়েছে।
এপ্রেক্ষিতে অত্র ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়ার নেতৃত্বে বিজিবির একটি বিশেষ আভিযানিকদল প্রতিকূল আবহাওয়ায় বৃষ্টির মধ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন শাহাবাজপুর ইউনিয়নের বাটুলপাড়া গ্রামের আলহাজ্ব আফছার মহাজনের আম বাগানে ওঁৎ পেতে থাকে। পরবর্তীতে বিজিবি টহলদল একজন ব্যক্তিকে ভারত হতে বাংলাদেশে প্রবেশ করতে দেখে বিজিবি টহলদল তাকে চ্যালেঞ্জ করে।
এসময় সে বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে একটি ব্যাগ ফেলে বৃষ্টি ও রাতের অন্ধকারের সুযোগে পাগলা নদী পার হয়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি টহলদল ব্যাগটি উদ্ধার করতঃ তল্লাশি করে ০১টি বিদেশী পিস্তল, ০১ রাউন্ড গুলি এবং ২টি ম্যাগাজিন জব্দ করতে সক্ষম হয়।