ক্যান্সারে আক্রান্ত চিকিৎসাধীন সুমনের  বাঁচার আকুতি  

Uncategorized জীবন-যাপন বরিশাল সারাদেশ

মরণঘাতী ক্যান্সার নামক ব্যাধিতে আক্রান্ত অসহায় দুস্থ অবস্থায় মহৎপ্রাণ মানুষের করুণার অপেক্ষায় সুমন।


বিজ্ঞাপন

নিজস্ব প্রতিনিধি :  দ়ুই সন্তানের জনক  মোঃসুমন, বয়স প্রায় ৩৫ বছর,পিতাঃআ:রশিদ বাড়ী,মাতাঃহালিমা বেগম গ্রামঃচর সামন্তসার,ওয়ার্ড নং ০৭,হোল্ডিং নং ১০৭৩ জাতীয় পরিচয় পত্র নংঃ ৮৬১৩৬৮৩৬০৪৩৮৪ ডাকঘর: গোসাইরহাট, উপজেলাঃ গোসাইরহাট, জেলাঃ শরীয়তপুর ।তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে বর্তমানে চিকিৎসাধীন আছেন। নিজ অর্থায়নে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা অপারেশন বাবদ খরচ হয়েছে , তিনি আর খরচ চালাতে পারছেন না এখনো অনেক টেস্ট, ক্যামো থেরাপী, রেডিও থেরাপী বাকি।

তিনি আজ সর্বোশান্ত তার রোগের চিকিৎসা করতে গিয়ে ।তাই ধনবান দয়ালু হৃদয়ের মানবিক দেশবাসীদের কাছে আর্থিক সহায়তার জন্য বিনীত অনুরোধ করছেন, তিনি তাঁর পরিবার নিয়ে বাঁচতে চান, সুমনের বেেঁচে থাকার আকুতি  মহত্ত্বের বড়ো  মনের মানুষের নজরে এলে সুমন তার পাশে দাড়ানোর উদাত্ত আহ্বান জানিয়েছেন ।


বিজ্ঞাপন

তার রকেট নাম্বারঃ 01760087573
বিকাশ নাম্বারঃ01776464429
ডাচ বাংলা ব্যাংক গোসারহাট শাখা
হিসাব নংঃ7017010388071.


বিজ্ঞাপন
👁️ 14 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *