নিজস্ব প্রতিনিধি : বুধবার ২৩ আগস্ট, উপজেলা প্রশাসন, হাতিবান্ধা, লালমনিরহাট এবং বিএসটিআই এর রংপুর বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলায় মোবাইল কোর্ট পরিচালিত হয়।
উক্ত মোবাইল কোর্ট পরিচালনা কালে, মেসার্স হাতিবান্ধা ফিলিং স্টেশন, হাতিবান্ধা, লালমনিরহাট। উক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতি ১০ লিটার পরিমাপে অকটেনে ২১৮ মিলিলিটার, পেট্রোলে ১১৭ মিলিলিটার এবং ডিজেলে ১০৯ মিলিলিটার কম পাওয়া যায়।
উক্ত অপরাধের প্রেক্ষিতে বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮ এর ২৯/৪৬ ধারা অনুযায়ী ৩০০০০ (ত্রিশ হাজার) টাকা জরিমানা করা হয় এবং একই সাথে অকটেন, পেট্রোল ও ডিজেলের ডিসপেন্সিং ইউনিটগুলোর সকল ধরনের বিক্রয় ও বিতরণ বন্ধ করা হয়।
মেসার্স ডি.এস. ফিলিং স্টেশন, হাতিবান্ধা, লালমনিরহাট। উক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতি ১০ লিটার ডিজেল পরিমাপে ৪০ মিলিলিটার কম পাওয়া যায়।
উক্ত অপরাধের প্রেক্ষিতে বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮ এর ২৯/৪৬ ধারা অনুযায়ী ৮০০০ (আট) হাজার টাকা জরিমানা করা হয় এবং একইসাথে ডিজেলের ডিসপেন্সিং ইউনিটটির সকল ধরনের বিক্রয় ও বিতরণ বন্ধ করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন মোঃ লোকমান হোসেন, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, হাতিবান্ধা, লালমনিরহাট।
প্রসিকিউটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর রংপুর বিভাগীয় অফিসের কর্মকর্তা প্রকৌশলী প্রান্তজিত সরকার, পরিদর্শক (মেট্রোলজি)। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রকৌশলী ইশতিয়াক আহম্মেদ, ফিল্ড অফিসার (সিএম)।
বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর রংপুর বিভাগীয় অফিসের প্রধান ও উপ-পরিচালক মেট্রোলজি মফিজ উদ্দিন আহমেদ আজকের দেশ ডটকম কে জানান, জাতীয় ও জনস্বার্থে বিএসটিআই এর রংপুর বিভাগীয় কার্যালয়ের এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।