নিজস্ব প্রতিবেদক : রাজধানীর খিলগাঁও এলাকায় গত ২২ আগস্ট বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
উক্ত মোবাইল কোর্ট পরিচালনা কালে বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক ফার্মেন্টেড মিল্ক (দই), ঘি, সরিষার তেল ও মরিচের গুড়া পণ্য বিএসটিআই এর মোড়কজাত সনদ গ্রহণ ব্যতিত অবৈধভাবে তৈরি, বিক্রি, বিতরণ ও বাজারজাতের অপরাধে খামার বাড়ী, ৪৩৭/বি, খিলগাঁও, তালতলা, ঢাকা-কে ৫,০০০ টাকা জরিমানা করা হয়। এছাড়াও একই এলাকায় খাস ফুডকে সর্তক করা হয়।
উক্ত মোবাইল কোর্ট বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত আজমেরী হক এর নেতৃত্বে পরিচালিত হয়।
প্রসিকিউটর হিসেবে বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর কর্মকর্তা মোঃ মাজাহারুল হক, ফিল্ড অফিসার (সিএম) ও সোহানুর রহমান, পরীক্ষক (মেট্রোলজি) দায়িত্ব পালন করেন।