নিজস্ব প্রতিনিধি : পন্য মোড়কজাতকরণ, ওজন ও পরিমাপ যাচাইয়ে রবিবার ২৭ আগস্ট, বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর রাজশাহী বিভাগীয় অফিসের কর্মকর্তারা পাবনা জেলায় সার্ভিল্যান্স অভিযান পরিচালিত করেন।
পরিচালিত সার্ভিল্যান্স কার্যক্রম যথাক্রমে, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লি: , শাল গারিয়া, পাবনা,বংগ মিলার্স লি:, আই কে রোড, ঈশ্বরদী, পাবনা, শ্যামলী ডিজিটাল স্কেল, গাছপাড়া, পাবনা, ফুয়েল এম্ব্যাসি ডিজিটাল ব্রিজ স্কেল, এ আর স্পেশালিস্ট অটো রাইস মিল, বিসিক শিল্পনগরী, পাবনা, উল্লিখিত প্রতিষ্ঠান সমূহের ডিজিটাল বালান্স, ওয়েইং স্কেল ও সকল ওজন পরিমাপক যাচাই করা হয় এবং ভেরিফিকেশন সনদ হালনাগাদ করার জন্য পরমার্শ দেয়া হয়।
এছাড়াও গ্রেইন ফুড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, হেমায়েতপুর, পাবনা এর মোড়কজাত কৃত সকল পণ্যের মোড়কজাতকরণ নিবন্ধণ সনদ গ্রহণ করার জন্য অফিসে আবেদন করার জন্যে পরামর্শ দেয়া হয়।
উক্ত অভিযান পরিচালনা করেন মোঃ জুলফিকার আলী, সহকারি পরিচালক (মেট্রোলজি) ও উৎপল কুমার, পরিদর্শক (মেট্রোলজি), বিএসটিআই এর রাজশাহী বিভাগীয় অফিস।