আওয়ামী লীগের নতুন কমিটিকে ৩৫ দলীয় যুক্তফ্রন্টের অভিনন্দন

রাজধানী রাজনীতি

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি, মাননীয় প্রধানমন্ত্রী, দেশরত্ন শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ৩৫ দলীয় যুক্তফ্রন্টের চেয়ারম্যান লায়ন সালাম মাহমুদ ও মহাসচিব এ কে এম জুনাইদ। এক শুভেচ্ছা বার্তায় নেতৃবৃন্দ নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দদের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং বাংলাদেশকে ২০৪১ সালের মধ্যে একটি উন্নত, সুখী-সমৃদ্ধ, সোনার বাংলায় রূপান্তরিত করতে পারবেন বলে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন। নেতৃবৃন্দ বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ সারাবিশে^ উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। পদ্মা সেতু আজ কয়েক কি.মি দৃশ্যমান, মেট্রোরেলের কাজ শেষ পর্যায়ে। তেমনি বিদ্যুৎসহ বিভিন্ন সেক্টরে আশাতীত সাফল্য অর্জিত হয়েছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ৩৫ দলীয় রাজনৈতিক জোট যুক্তফ্রন্ট সবসময় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সঙ্গে থাকবে।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *