জবর-দখলকারীদের হুমকিতে চরম নিরাপত্তাহীনতায় আবুল হাসেম

অপরাধ আইন ও আদালত সারাদেশ

নিজস্ব প্রতিবেদক : পিরোজপুরের মঠবাড়িয়ার উত্তর বাদুরা গ্রামের বসত-ভিটার মালিক মো. আবুল হাসেম হাওলাদার জবর-দখলকারীদের অব্যাহত হুমকিতে নিরাপত্তাহীনতায় ভূগছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা যায় পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার উত্তর বাদুরা গ্রামের মো. আবুল হাসেম হাওলাদার এর রান্না ঘরের পাশের ভোগ দখলীয় সম্পত্তি নিয়ে দীর্ঘ ১৮ মামলার পরে হাইকোর্ট থেকে মো. আবুল হাসেম হাওলাদারের পক্ষে পান। রায় পাওয়ার পরে জমিতে বেড়া দিতে গেলে প্রতিবেশী মো. বাদশা হাওলাদার (৫০), মো. শাহজাহান হাওলাদার (৬০), মো. সাইদুল হাওলাদার মো. আসাদুল হাওলাদার, মো. সাইফুল হাওলাদার, মোসা. লাইলী বেগম, মোসা. রুবি বেগম লোভের বশীভূত হয়ে অবৈধ দা-লোহার রড এবং লাঠিসোটা নিয়ে জোরপূর্বক বেড়া ভেঙ্গে ফেলে। তাদের নিষেধ করতে গেলে মো. বাদশা হাওলাদারের হাতে থাকা ধারালো দা দিয়ে হত্যার উদ্দেশ্যে মাথা লক্ষ্য করে কোপ দিলে কোপ লক্ষ্যভ্রষ্ট হয়ে মো. আবুল হাসেম হাওলাদারের ডান চোখের ভ্রুর উপরে লেগে গুরুতর রক্তাক্ত জখম হয়। ডাক চিৎকারে স্বাক্ষী মোসা. নাছিমা বেগম, মোসা. মাজেদা বেগম, মো. ইসমাইল এগিয়ে আসলে ৩ নং বিবাদী মো. সাইদুল হাওলাদার ১নং স্বাক্ষী মোসা. নাছিমা বেগমকে লাথি মেরে মাটিতে ফেলে দিয়ে হাতে থাকা লোহার রড দিয়ে হত্যার উদ্দেশ্যে মাথা লক্ষ্য করে পেটান দিলে ২নং স্বাক্ষী মোসা. মাজেদা বেগম হাত দিয়ে ঠেকানোর চেষ্টা করলে তার হাতের কব্জির নিচে লেগে গুরুতর জখম হয়। এক পর্যায়ে বিবাদীরা ১, ২ ও ৩ নং স্বাক্ষীকে এলোপাথারী পিটিয়ে কিল ঘুষি মেরে মাটিতে ফেলে বুকের উপর মারধর করে রক্তজমাট নীলা ফুলা জখম করে। ৫নং আসামী ১নং স্বাক্ষীর পরিধেয় শাড়ী ব্লাউজ টেনে ছিড়ে শ্লীলতাহানী ঘটায়। ৭নং বিবাদী ২নং স্বাক্ষীর গলায় থাকা ৮ আনা ওজনের স্বর্ণের চেইন যার মূল্য অনুমান ২৫ হাজার টাকা নিয়ে যায়। বিবাদীগণ রান্নাঘরের বেড়া পিটিয়ে ভেঙ্গে আনুমানিক ২ হাজার টাকার ক্ষতিসাধন করে। বিবাদীদের আঘাতে ১, ২ ও ৩নং স্বাক্ষী গুরুতর অসুস্থ হয়ে পরলে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক হাসপাতালে ভর্তি করান। ১ ও ২ নং স্বাক্ষীর অবস্থা আশংকাজনক হওয়ায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল হাসপাতালে রেফার্ড করেন। বর্তমানে বরিশাল শেবাচিম হাসপাতালে ৪র্থ তলা, ওয়ার্ড নং-১০, বেড নং- ১৮ ভর্তি আছেন। এই ব্যাপারে মঠবাড়িয়া থানায় গত ৭ ডিসেম্বর অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ আসামীদের ধরে কোর্টে চালান দেয়। ঘটনার দিন মো. আবুল হাসেম হাওলাদার এর ছোট ছেলে অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা হলে অবস্থান করেন। উপরোক্ত বিবাদীরা ০৭/১২/২০১৯ ইং তারিখে মঠবাড়িয়া থানায় মো. আবুল হাসেম হাওলাদার ও তার ছেলেকে আসামী করে পাল্টা মামলা দায়ের করে। কোর্ট থেকে জামিনে বের হয়ে বিবাদীরা অব্যাহত হুমকি দিয়ে বেড়াচ্ছে। এদিকে বসত-ভিটার মালিক মো. আবুল হাসেম হাওলাদার জবর-দখলকারীদের অব্যাহত হুমকিতে নিরাপত্তাহীনতায় ভূগছে বলে জানান।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *