নড়াইলে পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুনের উদ্যোগে বৃক্ষরোপন

Uncategorized অন্যান্য

মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
ফুলে-ফলে ভরে থাকুক নড়াইল জেলা পুলিশ লাইনস্ এ প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইল পুলিশ লাইনসকে আরো মনোরম ও সুশোভিত করার লক্ষ্যে পুলিশ সুপার ফলজ,বনজ,ওষধি ও ফুল গাছ রোপনের বিশেষ উদ্যোগ নিয়েছেন। এ উপলক্ষ্যে শনিবার (২৬ আগস্ট) পুলিশ লাইনসে বিভিন্ন ফলজ গাছ লাগিয়ে বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন,পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন। এসময় পুলিশ সুপার বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা কোন জমি অনাবাদি রাখতে চাই না। আমাদের পুলিশ লাইনস্ এমনিতেই খুবই সুশোভিত। এখানে দেশের সব ধরনের ফল রয়েছে। আম,কাঁঠাল,জাম,লিচু,জামরুল, কদবেল,বেল আমড়া,আতা,আমলকি,তাল,নারকেল, লেবু সবই আছে। এর পরেও যতটুকু জায়গা বাকি আছে সে জায়গা গুলো ফলে-ফুলে ভরে তুলবো। তারই ধারাবাহিকতায় ৫০ টি আমগাছ,৩০ টি লিচু গাছ,৫০ টি ড্রাগন,কিছু চেরির চারা আজ রোপন করা হবে। এর বাইরেও প্রতিটি থানা,পুলিশ ফাঁড়ি,তদন্ত কেন্দ্র ও ট্রাফিক অফিস এলাকার অনাবাদি জমিতে পর্যায়ক্রমে বৃক্ষরোপন করা হবে। তিনি আরো বলেন,গাছ মানুষের পরম বন্ধু। গাছ নানাভাবে আমাদের উপকার করে। গাছ আছে বলেই পৃথিবী আজও বসবাসের যোগ্য। গাছ পরিবেশের ভারসাম্য রক্ষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জেলা পুলিশ আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষার্থে কাজে করে যাচ্ছে। পৃথিবী ও প্রকৃতিকে বাঁচাতে হলে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমাদের সকলকেই গাছ লাগাতে হবে,গাছের যত্ন নিতে হবে। এ সময় উপস্থীত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) তারেক আল মেহেদী,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ দোলন মিয়া ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ প্রমূখ।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *