নড়াইল সদর পৌর মহিলা আওয়ামী-লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

Uncategorized অন্যান্য রাজনীতি

মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইল সদর পৌর মহিলা আওয়ামী-লীগের উদ্যোগে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। বুধবার (৩০ আগষ্ট) বিকাল ৪টায় নড়াইল জেলা আওয়ামী-লীগ কার্যালয়ে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিলো আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাবার বিতরণ। নড়াইল সদর পৌর মহিলা আওয়ামী-লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধার সন্তান সঞ্চিতা আহমেদের সভাপতিত্বে সভায় বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন,কর্মময় জীবন ও মহান স্বাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধুর ভূমিকাসহ জীবন ও কর্মের ওপর বক্তব্য তুলে ধরেন প্রধান অতিথি জেলা মহিলা আওয়ামী-লীগের সভাপতি রাবেয়া খানম,সম্মানিত অতিথি জেলা আওয়ামী-লীগের সহ-সভাপতি নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা। এছাড়া প্রধান বক্তা জেলা মহিলা আওয়ামী-লীগের সাধারণ সম্পাদক সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা,বীরমুক্তিযোদ্ধা অর্পণা দাস,বাঘারপাড়া উপজেলা মহিলা যুবলীগ নেত্রী শাহিনা হোসেন পল্লবী, জাতীয় মহিলা সংস্থা নড়াইলের চেয়ারম্যান সালমা রহমান কবিতা,নড়াইল জেলা পরিষদের সাবেক সদস্য রওশন আরা কবির লিলি,নাজনীন সুলতানা রোজী, সদর উপজেলা মহিলা আওয়ামী-গের ভারপ্রাপ্ত সভাপতি নাছিমা হক পলি,পৌর মহিলা আওয়ামী-লীগের সাধারণ সম্পাদক মীরা রানী বিশ্বাস প্রমুখ। এসময় বক্তারা বলেন,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নকে বাস্তবায়ন করতে মহিলা আওয়ামী-লীগকেও জোরালো ভাবে কাজ করে যেতে হবে। এই আগষ্ট মাসের শোককে শক্তিতে রূপান্তরিত করে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী আওয়ামী-লীগ সরকারকে আগামীতে ক্ষমতায় আনতে কাজ করতে হবে। আলোচনা সভা শেষে ১৫ আগষ্ট বঙ্গবন্ধুসহ শাহাদতবরণকারীদের আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *