ডেস্ক রিপোর্ট : বর্তমানে পৃথিবীতে একমাত্র প্রেসিডেন্ট যিনি একাধারে প্রেসিডেন্ট এবং পবিত্র কুরআনে হাফেজ। তিনি তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান।

সেদেশের পার্লামেন্টে মাঝে মাঝেই এরদোয়ান নামাজের ইমামতি করেন এবং তুরস্কে অনেক মসজিদে ইমামতিও করেছেন। এবার তুরস্কের বহুল প্রচারিত পত্রিকা ইয়েনী সাফাক এরদোয়ান এবং তার নাতীর একটি ছবি ছাপিয়েছে।

শুক্রবার ছাপানো ছবিতে দেখা যায়, অবসর সময়ে নিজ নাতীকে কুরআন শিখাচ্ছেন এরদোয়ান। মুহূর্তেই সে ছবি ভাইরাল হয়ে যায় সামাজিক যোগযোগ মাধ্যমে।

পত্রিকাটি জানিয়েছে, গভীর রাতে কিংবা একদম ভোরে কিছুটা অবসর সময় পান তুরস্কের প্রেসিডেন্ট। সে সময়টাই তিনি পরিবারের সঙ্গে কাটান। আর সময়ে পেলেই নাতিকে কুরআন শিখাতে বসে যান এরদোয়ান।