নিজস্ব প্রতিবেদক : ৯৯৯-এ কল করে চোর বলল, ‘আমাকে দ্রুত গ্রেফতার করেন’ আমারে তো পিটাইয়া মাইরা ফালাইবো।
“হ্যালো এটা কি পুলিশের কন্ট্রোল? আমি একটা দোকানে ঢুকছিলাম চুরি করতে, এখন লোকজন টের পাইয়া গেছে, আমারে তো পিটাইয়া মাইরা ফালাইবো, আমারে গ্রেফতার করেন। তাড়াতাড়ি খানকা রোডে পুলিশ পাঠান, আমারে বাঁচান।”২৫ সেপ্টেম্বর দিবাগত ভোর সোয়া চারটায় ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে এসব কথা বলেন হৃদয় (২৫) নামে এক যুবক।
রাজধানীর কদমতলী থানাধীন খানকা রোডের পাসপোর্ট অফিসের পাশে একটি দোকান থেকে কল দেন তিনি। সংবাদ পেয়ে কদমতলী থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে যায়। ততক্ষণে জনগণ হৃদয়কে ধরে পিটুনি দেয়া শুরু করে। পুলিশ তাকে সেই অবস্থা থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে। পরে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।