যশোরের অভয়নগরে গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন টিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী দিনে সনদ বিতরণ

Uncategorized খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন সারাদেশ

সুমন হোসেন, (যশোর) :  “শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা” এই  স্লোগান কে সামনে রেখে যশোরের অভয়নগর উপজেলা আনসার ভিডিপি অফিসের আয়োজনে গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন মৌলিক প্রশিক্ষণের সমাপনী দিনে সনদপত্র বিতরণ করা হয়েছে।


বিজ্ঞাপন

১০ দিন ব্যাপী টিডিপি (টাউন ডিফেন্স পার্টি। অর্থাৎ শহর প্রতিরক্ষা বাহিনী) এর মৌলিক প্রশিক্ষণ (১৮-সেপ্টেম্বর) বৃহস্পতিবার দুপুরে নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের শ্রেণীকক্ষে সফলভাবে অনুষ্ঠিত হয়।

উপজেলা আনসার ভিডিপি অফিসার মোছা: জেসমিন নাহার’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আনসার ও ভিডিপি কমান্ডেন্ট মো: আল আমিন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান। বক্তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন।


বিজ্ঞাপন

উলেখ্য, উপজেলা আনসার ও ভিডিপি অফিসের তত্ত্বাবধায়নে ৭ সেপ্টেম্বর টিডিপি’র মৌলিক প্রশিক্ষণের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। ওইদিন থেকে প্রশিক্ষণ শুরু হয়ে ১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার সমাপনী দিনে মৌলিক প্রশিক্ষণ প্রাপ্ত আনসার সদস্যদের হাতে সনদ তুলে দেওয়ার মাধ্যমে প্রশিক্ষণের শেষ হয়।


বিজ্ঞাপন

প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিভিন্ন পিটি-প্যারেড, বিষয় ভিত্তিক আলোচনা, আনসার সদস্যদের কর্মকান্ড নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন প্রশিক্ষক মন্ডলী। এ সময় পুরুষ প্রশিক্ষক ছিলেন

মো: ইমরান হোসেন এবং মহিলা প্রশিক্ষক ছিলেন কুলসুম খাতুন। তারা সকল প্রশিক্ষনার্থীদের হাতে-কলমে বিভিন্ন বিষয় শেখান। মৌলিক প্রশিক্ষণ বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন উপজেলা আনসার ভিডিপি অফিসার জেসমিন নাহার। ওই প্রশিক্ষণ ব্যাচে ছেলে ৪০ জন ও মেয়ে ৪৫ জন সর্বমোট ৮৫ জন প্রশিক্ষনার্থী অংশ গ্রহন করেন।

সমাপনী দিনে তাদের হাতে উপস্থিত অতিথিরা সনদপত্র তুলে দেন। এ সময় শুভেচ্ছা বক্তব্যে পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নের দায়িত্বে নিয়োজিত থাকা আনসার ভিডিপি দলনেতা ও দলনেত্রী দেশের সকল সেবা মুলক কাজে সদ্য প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদের কর্মকান্ডের মাধ্যমে দেশপ্রেমে অগ্রণী ভুমিকা রাখার সম্পর্কে অবহিত করেন।

প্রশিক্ষণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নওয়াপাড়া পৌরসভার ১নং ওয়ার্ড দলনেতা মো: বিপ্লব, দলনেত্রী সুমাইয়া খাতুন, ২নং ওয়ার্ড দলনেতা তারিম আহমেদ ইমন, দলনেত্রী আরিফা আক্তার, ৩ নং ওয়ার্ড দলনেতা আবু হাসান, দলনেত্রী শারমিন আক্তার, ৪ নং ওয়ার্ড দলনেতা মোঃ ইমরান হোসেন, দলনেত্রী স্বপ্না মন্ডল, ৫নং ওয়ার্ড দলনেতা এস এম নাহিদ হাসান, দলনেত্রী সুরাইয়া আক্তার তন্নী, ৬নং ওয়ার্ড দলনেতা মোঃ আমীর আলী, দলনেত্রী শাম্মি খাতুন, ৭নং ওয়ার্ড দলনেতা মোঃ মফিজুর রহমান, দলনেত্রী সেলিনা খাতুন, ৮নং ওয়ার্ড দলনেতা মো: মনির হোসেন জীবন, দলনেত্রী কুলসুম খাতুন, ৯নং ওয়ার্ড দলনেতা মোঃ মঈনুদ্দিন, দলনেত্রী হাজেরা খাতুন সহ প্রমূখ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *