স্বাস্থ্যমন্ত্রীর এপিএসকে দুদকে তলব

অপরাধ আইন ও আদালত

বিশেষ প্রতিবেদক : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী জাহিদ মালেকের এপিএস ড. মোহাম্মদ আরিফুর রহমান শেখকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয় সংস্থার উপ-পরিচালক মো. সামছুল আলম সই করা নোটিশ মন্ত্রলালয়ের ঠিকানায় পাঠানো হয়েছে।
বিদেশে প্রশিক্ষণের নামে অর্থ লোপাট এবং বিভিন্ন সরকারি হাসপাতাল ও মেডিক্যাল কলেজে পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়াসহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে তাকে আগামী ২০ জানুয়ারি হাজির হতে বলা হয়েছে।
বিদেশে প্রশিক্ষণের নামে অর্থ লোপাট এবং বিভিন্ন সরকারি হাসপাতাল ও মেডিক্যাল কলেজে যন্ত্রপাতি ও এমএসআর সামগ্রী পছন্দের ঠিকাদার কাজ পাইয়ে দিয়ে সহায়তা করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *