মোঃ মিজানুর রহমান (বটিয়াঘাটা) : গতকাল বৃহস্পতিবার ৩০ নভেম্বর ডাঃ শাহজাহান আকুঞ্জী তাওহিদি দাখিল মাদ্রাসায় ২০২৪ শিক্ষা বর্ষের রূপরেখা বাস্তবায়নের লক্ষ্যে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। ২০২৩ শিক্ষাবর্ষের শেষ কার্য দিবসে আজ বার্ষিক পরীক্ষার শেষে মাদ্রাসার ছাত্রদের সাথে ২০২৪ শিক্ষা বর্ষের রূপরেখা বাস্তবায়নের লক্ষ্যে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় ২০২৪ শিক্ষাবর্ষে নতুন ছাত্র ভর্তি বিশেষ করে ইবতেদায়ি শাখায় ও ষষ্ঠ শ্রেণীতে কিভাবে ছাত্র-ছাত্রী ভর্তি বৃদ্ধি করা যায় তার ওপর গুরুত্ব আরোপ করে মূল্যবান আলোচনা করা হয়। উক্ত আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উক্ত মাদ্রাসার সুপার আল মাহমুদ কাজী।
এ সময় উপস্থিত ছিলেন, মাওলানা সাইদুর রহমান, মাওলানা নাজমুল হাসান, মনজুরুল ইমাম, রহমত রাফি, জাকির হোসেন মাসুমা খাতুন, নাজমুন নাহার,সহ অত্র মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা বৃন্দ।
সর্বশেষ মাদ্রাসার প্রতিষ্ঠাতা ডাঃ শাহাজাহান আকুঞ্জীর জন্য ও অত্র মাদ্রাসার শিক্ষক ছাত্রছাত্রী সকলের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করেন উক্ত মাদ্রাসার শিক্ষক মাওলানা সাইদুর রহমান।