সরকার বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চায় না: পররাষ্ট্রমন্ত্রী

এইমাত্র জাতীয় সারাদেশ সিলেট

সিলেট প্রতিনিধি : পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, দেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয় হাতেগোনা কয়েকটি। কিন্তু দেশের বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে অসত্য তথ্য ফলাও করে প্রচার হয়। যদিও আমেরিকার মতো উন্নত দেশের তুলনায় বিচারবহির্ভূত হত্যাকাণ্ড অনেক কম। সরকার একটিও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সরকার চায় না।


বিজ্ঞাপন

শনিবার সকালে সিলেট জেলা প্রশাসন ও তথ্য কমিশন আয়োজিত ‘তথ্য অধিকার আইন-২০০৯ ও অনলাইন ট্র্যাকিং সিস্টেম অবহিতকরণ’ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।


বিজ্ঞাপন

এসময় তিনি আরও বলেন, অনেক সংবাদমাধ্যমেও অসত্য তথ্য প্রচার হচ্ছে। কিন্তু তথ্য অধিকার আইনের মাধ্যমে সঠিক তথ্যের নিশ্চয়তা দিয়েছে সরকার। ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে এই আইনের যথাযথ প্রয়োগ প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

কর্মশালায় আরও বক্তব্য রাখেন প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদ, সিলেটের বিভাগীয় কমিশনার মশিউর রহমান এনডিসি, জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলাম।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *