শীতকালিন ক্রীড়া প্রতিযোগীতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে এমপি সোহাগ——- মাদকমুক্ত শরণখোলা গড়তে চাই

Uncategorized খুলনা জাতীয় বিশেষ প্রতিবেদন রাজনীতি সারাদেশ

নইন আবু নাঈম, (বাগেরহাট) :  বাগেরহাটের শরণখোলায় ৫২তম শীতকালিন ক্রীড়া প্রতিযোগীতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে বাগেরহাট-৪ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য এইচ এম বদিউজ্জামান সোহাগ বলেন, আমার নির্বাচনী এলাকায় প্রথম কাজ হবে শিক্ষার মান উন্নয়ন, মাদক ও সন্ত্রাস মুক্ত এলাকা গঠন করা সহ রায়েন্দা পাইলট হাইস্কুল মাঠে শেখ রাসেল স্টেডিয়াম করার প্রত্যয় ব্যক্ত করেন।


বিজ্ঞাপন

সোমবার (২২জানুয়ারি) বিকেলে শরণখোলায় রায়েন্দা সরকারি পাইলট হাই স্কুল মাঠে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।


বিজ্ঞাপন

শরণখোলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজেরে সভাপতিত্বে অনুষ্ঠিত পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরণখোলা থানার ওসি এএইচএম কামরুজ্জামান খান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আজমল হোসেন মুক্তা, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, প্রবীন আওয়ামীলীগ নেতা ও সাবেক চেয়ারম্যান এম এ রশিদ আকন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এমএ খালেক খান, উপজেলা জাতীয় পার্টির সভাপতি বদিউজ্জামান আবু গাজী, তাফালবাড়ী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মানিক চাঁদ রায় ও উপজেলা সহকারি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ধনঞ্জয় মন্ডল। পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *