ফ্ল্যাট ক্রয়ে প্রাইম ব্যাংক গ্রাহকদের জন্য আনোয়ার ল্যান্ডমার্কের বিশেষ ছাড়

Uncategorized অর্থনীতি কর্পোরেট সংবাদ জাতীয় ঢাকা বানিজ্য বিশেষ প্রতিবেদন রাজধানী সারাদেশ

নিজস্ব প্রতিবেদক  :  প্রাইম ব্যাংক পিএলসি. সম্প্রতি দেশের শীর্ষস্থানীয় রিয়েল এস্টেট প্রতিষ্ঠান আনোয়ার ল্যান্ডমার্ক লিমিটেড-এর সঙ্গে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির মাধ্যমে প্রাইম ব্যাংকের গ্রাহকরা আনোয়ার ল্যান্ডমার্কের ফ্ল্যাট ক্রয়ে বিশেষ ছাড় উপভোগ করতে পারবেন সম্প্রতি রাজধানীর গুলশানে প্রাইম ব্যাংকের করপোরেট অফিসে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে চুক্তিটি স্বাক্ষরিত হয়।


বিজ্ঞাপন

এই অংশীদারিত্বের আওতায় প্রাইম ব্যাংকের গ্রাহকরা আনোয়ার ল্যান্ডমার্ক লিমিটেড থেকে ফ্ল্যাট ক্রয়ের ক্ষেত্রে বিশেষ মূল্য ছাড় সুবিধা পাবেন, যা তাদেরকে দেশের প্রিমিয়াম রিয়েল এস্টেট প্রকল্পে বিনিয়োগের সুযোগ আরও সহজলভ্য করবে।

চুক্তিতে প্রাইম ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন এম. নাজিম এ. চৌধুরী, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এবং আনোয়ার ল্যান্ডমার্ক লিমিটেডের পক্ষে স্বাক্ষর করেন মোহাম্মদ ফাসিউল মওলা, চিফ এক্সিকিউটিভ অফিসার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মামুর আহমেদ, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন, প্রাইম ব্যাংক; এবং এ. জেড. এম. তানভীর আহাদ, জেনারেল ম্যানেজার, সেলস অ্যান্ড মার্কেটিং, আনোয়ার ল্যান্ডমার্ক লিমিটেড সহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।


বিজ্ঞাপন

এই অংশীদারিত্বের মাধ্যমে প্রাইম ব্যাংক গ্রাহকদের লাইফস্টাইল ভিত্তিক মানসম্পন্ন সেবা ও আর্থিক সমাধান প্রদানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে, যা গ্রাহকদের স্বপ্নপূরণে সহায়ক ভূমিকা রাখবে।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *