মোস্তাফিজুর রহমান : রামপুরা ডিআইটি রোডে শৃঙ্খলা ফেরাতে ব্যাটারি চালিত ইজিবাইক রিকশা চলাচলে বিধিনিষেধ আরোপে বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছে রামপুরা ট্রাফিক পুলিশ জোন ।
বিগত ৩১-০৫-২০২৪ হতে ৪ মে পর্যন্ত চার দিনব্যাপী রামপুরা ট্রাফিক জোনের প্রধান সড়ক সমূহে ব্যাটারি চালিত রিক্সা/ইজিবাইক বন্ধে জনসাধারণ ও ব্যাটারি চালিত রিক্সা মালিকদের সচেতন করতে সচেতনতা মূলক ব্যানার প্রদর্শন এবং মাইকিং করা হয়।
প্রধান সড়ক ও প্রধান ফিডার সড়কে ব্যাটারি চালিত রিক্সা/ইজিবাইক বন্ধে রামপুরা ট্রাফিক জোনের কার্যক্রম অব্যাহত থাকবে।
ট্রাফিক জোনের এ কার্যক্রম অব্যহত থাকলে যানজট মুক্ত ও জনমনে স্বস্তি ফিরে আসবে। রামপুরা ব্রীজ থেকে শান্তিনগর মোর পর্যন্ত একটা দীর্ঘ যানজট তৈরি হওয়ায় যাত্রীদের মনে ক্ষোভের তৈরি হয । তবে ট্রাফিক জোনের এহেন কার্যক্রমকে স্বাগত জানায় স্থানীয়রা।
“ট্রাফিক মতিঝিল বিভাগ সকল শ্রেণী পেশার কম্যুটারসগণকে ট্রাফিক শৃংখলা ও আইন মান্যতার সংস্কৃতি লালন ও পালন করার অনুরোধ জানাচ্ছে।”
ট্রাফিক মতিঝিল বিভাগ সম্মানিত নগরবাসীকে স্বস্তি প্রদানে বদ্ধ পরিকর।”