নিজস্ব প্রতিবেদক : রোগী এবং সেবাদানকারী ছাড়া করোনা প্রতিরোধে সাধারণভাবে কারো মাস্ক ব্যবহারের প্রয়োজন নেই বলে জানিয়েছে আইইডিসিআর। শনিবার সকালে আইইডিসিআর কার্যালয়ে ব্রিফ করেন সংস্থাটির পরিচালক ডা. সাবরিনা ফ্লোরা। অতিরিক্ত সতর্কতা হিসেবে সব বিমানকে স্ক্রিনিং এর আওতায় আনা হয়েছে জানিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন তিনি।
তিনি বলেন, করোনার ক্ষেত্রে আমরা অনেক আগে থেকেই প্রস্তুতি নিয়েছি। যাত্রীদের অনুরোধ করবো সবাই যেন ধৈর্য ধরে স্ক্রিনিং হওয়া পর্যন্ত অপেক্ষা করেন।