খাগড়াছড়িতে পরিবার পরিকল্পনা পদক্ষেপে বিশেষ ক্যাম্প ও মা সমাবেশ অনুষ্ঠিত

Uncategorized গ্রাম বাংলার খবর চট্টগ্রাম জাতীয় বিশেষ প্রতিবেদন সারাদেশ স্বাস্থ্য

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,(খাগড়াছড়ি)  :  “ছেলে হোক, মেয়ে হোক—দুটি সন্তানই যথেষ্ট” প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে অনুষ্ঠিত হয়েছে পরিবার পরিকল্পনা পদক্ষেপের বিশেষ ক্যাম্প ও মা সমাবেশ, এবং মাটিরাঙ্গা উপজেলার বিভিন্ন ইউনিয়নের পরিবার পরিকল্পনা কেন্দ্র পরিদর্শন অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন

রবিবার (১৪ সেপ্টেম্বর) জেলার মাটিরাঙ্গা উপজেলার বর্নাল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে এই বিশেষ ক্যাম্পের আয়োজন করেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মাননীয় চেয়ারম্যান শেফালিক ত্রিপুরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা বিভাগের সদস্য ও জেলা পরিষদের সদস্য নিটোল মনি চাকমা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পরিবার পরিকল্পনার উপ-পরিচালক ফারুক আবদুল্লাহ।


বিজ্ঞাপন

পরিবার পরিকল্পনা পদক্ষেপের বিশেষ ক্যাম্প ও মা সমাবেশ শেষে মাটিরাঙ্গা উপজেলার বিভিন্ন ইউনিয়নের পরিবার পরিকল্পনা কেন্দ্রে মাঠ ও জরাজীর্ণ হাসপাতাল পরিদর্শন করা হয় জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।


বিজ্ঞাপন

আয়োজকরা জানান, এ ধরনের বিশেষ ক্যাম্পের মূল লক্ষ্য হলো পাহাড়ি জনপদের সাধারণ মানুষের মাঝে পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য সুরক্ষা এবং প্রজনন স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করা। এর মাধ্যমে প্রত্যন্ত এলাকার জনগণ সহজে পরিবার পরিকল্পনা সেবা ও স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ পাচ্ছে।

এ সময় বক্তারা পরিবার পরিকল্পনা বিষয়ে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি পরিবারকে সুষ্ঠুভাবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, পরিকল্পিত পরিবারই পারে একটি সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তুলতে।

এ সময় জেলা পরিষদের সদস্য ধনেশ্বর ত্রিপুরা,এ্যাডভোকেট মঞ্জিলা সুলতানা ঝুমা,জয়া ত্রিপুরা,শহীদুল ইসলাম সুমন,বঙ্গমিত্র চাকমা,অনিময় চাকমা,কংজপ্রু মারমা-সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *