নিজস্ব প্রতিনিধি (চুয়াডাঙ্গা) : আজ বুধবার ৩০ অক্টোবর, দুপুরে জানা যায়, বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর দায়িত্বপূর্ণ দামুড়হুদা থানার অন্তর্গত হুদাপাড়া এলাকা দিয়ে স্বর্ণের একটি চালান ভারতে পাচার হবে। উক্ত তথ্যের ভিত্তিতে অত্র ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমানের দিকনির্দেশনায় অধীনস্থ হুদাপাড়া বিওপির টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৯৫/৩-এস এর নিকট হুদাপাড়া মাছপাড়া নামক স্থানে এ্যাম্বুশ করে।
আনুমানিক দুপুর ১ টা ৪৫ মিনিটের সময় বিজিবি টহলদল এক ব্যক্তিকে মোটর সাইকেলযোগে বর্ণিত এলাকা দিয়ে সীমান্তের দিকে যেতে দেখে তাকে চ্যালেঞ্জ করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে উক্ত ব্যক্তি মোটরসাইকেল ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি টহলদল মোটরসাইকেল তল্লাশি করে মোটর সাইকেলের সাইলেন্সার পাইপের মধ্যে অভিনব কায়দায় লুকানো এবং স্কচটেপ দ্বারা মোড়ানো একটি প্যাকেট উদ্ধার করে।
উদ্ধারকৃত প্যাকেটের ভেতর থেকে ৮৭০ গ্রাম ওজনের ৬টি স্বর্ণের বার জব্দ করে। জব্দকৃত স্বর্ণের বারগুলি চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।