সুনামগঞ্জের বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাট বাজার বণিক সমিতির ত্রি -বার্ষিক নির্বাচন-২০২৫ সম্পন্ন  : সভাপতি নজরুল সিকদার সাধারন সম্পাদক হারুন

Uncategorized কর্পোরেট সংবাদ গ্রাম বাংলার খবর বিশেষ প্রতিবেদন সংগঠন সংবাদ সারাদেশ সিলেট

নিজস্ব প্রতিনিধি (সুনামগঞ্জ) :  সিলেটের  সুনামগঞ্জের বাণিজ্যিক কেন্দ্র তাহিরপুরের বাদাঘাট বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক (২০২৫-২০২৭) নির্বাচনে ব্যবসায়িদের ভোটে সভাপতি পদে নজরুল ইসলাম সিকদার ও সাধারন সম্পাদক পদে হারুন অর রশীদ নির্বাচিত হয়েছেন। বুধবার সকাল ৯টা থেকে  বিকেল ৪টা উপজেলার বাদাঘাট মাদ্রাসা ভোট কেন্দ্রে ১২২৯ জন ভোটারের মধ্যে ১২০৫ জন ভোটার সভাপতিসহ ৪ পদে প্রতিদ্ধন্ধিতাকারি প্রার্থীদের ভোট প্রদান করেন।


বিজ্ঞাপন

আজ বৃহস্পতিবার ১৬ জানুয়ারী  ওই নির্বাচনের নির্বাচন কমিশনার তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুনাব আলী এ তথ্য জানান।


বিজ্ঞাপন

নির্বাচনে সভাপতি পদে ৭ প্রতিদ্ধন্ধি প্রার্থীর মধ্যে নজরুল ইসলাম সিকদার ঘোড়া প্রতীকে ২৬৭ ভোট পেয়ে সভাপতি পদে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্ধন্ধি সভাপতি প্রার্থী মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ২৫৯ ভোট পেয়েছেন।

হারুন অর রশীদ বৈদ্যুতিক পাখা প্রতীকে ২৬৮ ভোট পেয়ে সাধারন সম্পাদক নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্ধন্ধি প্রার্থী ওবায়দুর রহমান শাওন মোরগ প্রতীকে ২৬২ ভোট পেয়েছেন।
আব্দুর রউফ সিএনজি (অটো রিক্সা) প্রতীকে ৭০০ ভোট পেয়ে সহ সভাপতি পদে নির্বাচিত হন।তার নিকটতম প্রতিদ্বন্ধি প্রার্থী ইসলাম উদ্দিন কলস প্রতীকে ২৫৪ ভোট পেয়েছেন।

মুখলেছুর রহমান দোয়াত কলম প্রতীকে ৪৪৩ ভোট পেয়ে কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হন।তার নিকটতম প্রতিদ্বন্ধি প্রার্থী শহিদুল ইসলাম দেয়াল ঘড়ি প্রতীকে ৪০৭ ভোট পেয়েছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *