নিজস্ব প্রতিনিধি (সিলেট) : সিলেটের সুনামগঞ্জের মধ্যনগরে জুয়েল মিয়া নমক এক গাঁজা কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।
জানা গেছে, আজ বৃহস্পতিবার ১৬ জানুয়ারী, জব্দকৃত গাঁজাসহ মামলা দায়ের পূর্বক তাকে বিজ্ঞ আদঅলতের মধ্যমে কারাগাওে পাঠনো হয়েছে। মধ্যনগর থানার ওসি মো. সজীব রহমান এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতার জুয়েল মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নের হাওর তীরবর্তী জলুসা গ্রামের লাল মিয়ার ছেলে।
থানার ওসি জানান,বুধবার রাতে থানা পুলিশের একটি টিম উপজেলার হাওর তীরবর্তী জলুসা গ্রামে জুয়েলের নিজ বসতবাড়ির উঠানে গাঁজা বিক্রয়কালে ৬ হাজার টাকার মূল্যের (৩০০ গ্রাম) গাঁজা জব্দ করে। গাঁজা বিক্রয়ের সাথে জড়িত থাকায় জুয়েলকে গ্রেফতার করে পুলিশ।