ফরিদপুরের চরভদ্রাসন  মাথাভাঙ্গা গ্রামের পদ্মা নদীতে জাটকা ইলিশ আটকের জন্য গড়া আড়াআড়ি বাঁধটি  অপসারন করলো প্রশাসন

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

ফরিদপুর প্রতিনিধি  : ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা মাথাভাঙ্গা গ্রামের পদ্মা নদীতে জাটকা ইলিশ আটকের জন্য গড়া আড়াআড়ি বাঁধটি বৃহস্পতিবার দিনভর অপসারন করেছেন প্রশাসন। বাঁধটি দুই উপজেলার সীমান্তবর্তী এলাকায় হওয়ায় চরভদ্রাসন ও সদরপুর উপজেলা প্রশাসন মিলে প্রায় এক কি.মি. আয়তনের উক্ত বাঁধটি অপসারন করা হয়েছে। পদ্মা নদীতে পুতা সারি সারি বাশগুলো লেবার দিয়ে উঠিয়ে ফেলা হয় এবং বাশের নিচের অংশে পনির মধ্যে জাল দিয়ে ঘেরা বেড়াটি কেটে দিয়ে বাঁধটি অপসারন করেন প্রশাসন ।


বিজ্ঞাপন

এ বাঁধটি অপসারনকালে উপস্থিত ছিলেন চরভদ্রাসন ইউএনও মনিরা খাতুন, সদরপুর ইউএনও জাকিয়া সুলতানা, উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লব, মেহেদী হাসান, এস.আই মাহমুদুল হাসান, ইউএনও’র সিএ শেখ উজ্জল ও মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী শামিম আরফিন প্রমূখ।


বিজ্ঞাপন

জানা যায়, গত ১৫ দিন ধরে স্থানীয় একটি প্রভাবশালী মহল পদ্মা নদীর উক্ত পয়েন্টের দুটি বালু চরের মধ্যবর্তি জলমহালে আড়াআড়িভাবে বাশের সারি পুতে বাঁধ নির্মান করেন। পদ্মা নদীর দু’টি চরের মধ্যবর্তি প্রায় এক কি.মি. জলমহল এলাকা জুড়ে পুতা বাঁশের পানির নিচের অংশের গায়ে জাল দিয়ে ঘিরে রেখে মাছ চলাচলের পথ বন্ধ করে জাটকা আটকের জন্য বাশের বেড়া তৈরী করা হয়।


বিজ্ঞাপন

উক্ত বাশের বেড়ার কিছু দুর পর পর রাক্ষুসী জালের ফাঁদ তৈরী করে নীধন করা হচ্ছিল মনে মন জাটকা ইলিশ। তাই বৃহস্পতিবার দিনভর লোকজন নিয়ে বাশের বেড়ার বাঁধটি অপসারন করেন প্রশাসন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *