পাবনায়  যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর বিশেষ প্রতিবেদন সংগঠন সংবাদ সারাদেশ

নিজস্ব প্রতিনিধি (পাবনা) :  পাবনার সাঁথিয়া উপজেলায় আমিরুল ইসলাম মাস্টার (৪২) নামে এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে। সোমবার (১০ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গৌরীগ্রাম ইউনিয়নের চকপাটা উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন

নিহত আমিরুল ইসলাম ক্ষেতুপাড়া ইউনিয়নের লোহাই প্রামাণিকের ছেলে এবং ক্ষেতুপাড়া উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী ছিলেন। এছাড়া, তিনি উপজেলা যুবলীগের প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।


বিজ্ঞাপন

নিহতের পরিবার, প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত আমিরুলের সঙ্গে আওয়ামী লীগের কর্মী খালেক, ইমু ও মিঠুর পুরোনো বিরোধ ছিল। এর জের ধরে সোমবার রাতে তারা আমিরুলের ভাই আশরাফকে মারধর করে।


বিজ্ঞাপন

খবর পেয়ে আমিরুল ঘটনাস্থলে গেলে অভিযুক্তরা তাকে সিএনজি অটোরিকশায় তুলে নিয়ে কিছু দূরে নিয়ে গিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই আশরাফ আলী বলেন, ‘তাদের সঙ্গে আমাদের আগে থেকেই শত্রুতা ছিল। তবে বর্তমানে কোনো সমস্যা ছিল না। তারপরও তারা আমার ভাইকে কুপিয়ে হত্যা করেছে।’

এ বিষয়ে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, হত্যাকাণ্ডের কারণ জানতে তদন্ত চলছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *