কেশবপুরের সাবেক পৌর ময়র ও সাবেক পৌর আওয়ামীলীগের সভাপতি গ্রেফতার 

Uncategorized অপরাধ আইন ও আদালত খুলনা গ্রাম বাংলার খবর প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সংগঠন সংবাদ সারাদেশ

নিজস্ব প্রতিনিধি (কেশবপুর) :  কেশবপুর পৌরসভার সাবেক মেয়র এবং পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম মোড়লকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে কেশবপুর পৌরসভার ভবানীপুর এলাকার নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়।


বিজ্ঞাপন

জানা গেছে, দুপুরের দিকে স্থানীয় কয়েকজন ব্যক্তি রফিকুল ইসলামের অবস্থান সম্পর্কে পুলিশকে অবহিত করেন। এরপর কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশে পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান চালায় এবং তাকে সেখান থেকেই থানায় নিয়ে আসে।


বিজ্ঞাপন

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সৃষ্টি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। একাংশের দাবি, দীর্ঘদিন ধরে ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি ও সন্ত্রাসী চক্রের পৃষ্ঠপোষকতায় তিনি আলোচিত ছিলেন। একজন স্থানীয় বাসিন্দা বলেন, “অবশেষে তাকে আটক করা হয়েছে, এটা সাধারণ মানুষের স্বস্তির বিষয়।” অন্যদিকে, তার সমর্থকরা বলছেন, এটি রাজনৈতিক প্রতিহিংসার ফল।


বিজ্ঞাপন

এ বিষয়ে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, রফিকুল ইসলামকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হবে।


বিজ্ঞাপন

গ্রেফতারের কারণ ও তার বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ সম্পর্কে বিস্তারিত এখনো জানানো হয়নি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *