নিজস্ব প্রতিবেদক : “বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকাল থেকে সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি বিভিন্ন সময়ে চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র্যাব ইতোমধ্যে জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

এরই ধারাবাহিকতায় র্যাব-৪, সিপিসি-২ এবং র্যাব-১০, সিপিসি-৩ এর একটি যৌথ আভিযানিক দল ০২ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যায় রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানাধীন গোয়ালন্দ মোড় এলাকায় অভিযান পরিচালনা করে ঢাকা জেলার সাভার থানাধীন কাটপট্টিতে চাঞ্চল্যকর ও আলোচিত ভিকটিম রুহুল আমিন (২৫)’কে দেশীয় অস্ত্র সুইচ গিয়ার চাকু দিয়ে শরীরের বিভিন্ন অংশে এলোপাথারী আঘাত করে হত্যাকান্ডের প্রধান আসামী শামীম (২৪), পিতা-গেদা বাবুর্চি, সাং-আড়াপাড়া, থানা-সাভার, জেলা-ঢাকা’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

মামলার এজাহার এবং গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ভিকটিম রুহুল আমিন (২৫) এর সহিত আসামী শামীম (২৪) এর সামান্য বিষয় নিয়া কথা কাটাকাটি ও মনোমালিন্য হয়।

উক্ত বিষয়ের জের ধরে ২৭ জুন ২০২৫ তারিখ দুপুরে সাভার থানাধীন কামাল রোড সংগল্প কাটপট্টি নামক স্থানে গ্রেফতারকৃত আসামী ভিকটিম মোঃ রুহুল আমিনকে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র সুইচ গিয়ার চাকু দিয়ে পিঠের মাঝ বরাবর আঘাত করাসহ শরীরের বিভিন্ন অংশে এলোপাথাড়ি আঘাতের মাধ্যমে গুরুতর রক্তাক্ত জখম করে।

পরবর্তীতে পথচারীরা ভিকটিম মোঃ রুহুল আমিনকে মূমুর্ষ অবস্থায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল ও কলেজ হাসপাতালে আইসিইউতে ভর্তি করে। ঐদিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভিকটিম মোঃ রুহুল আমিন মৃত্যুবরণ করে।
উক্ত ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচারিত হয় এবং এ সংক্রান্তে সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
মামলার পরপরই র্যাব-৪ এর আভিযানিক দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে চাঞ্চল্যকর হত্যাকান্ডের রহস্য উদঘাটন এবং অপরাধীকে আইনের আওতায় আনতে ছায়া তদন্ত শুরু করে। উক্ত আসামী গ্রেফতার এড়াতে বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে আত্মগোপনে থাকে।
পরবর্তীতে সাভার থানার তদন্তকারী কর্মকর্তার অধিযাচন পত্রের প্রেক্ষিতে র্যাব-৪, সিপিসি-২ এবং র্যাব-১০, সিপিসি-৩ একটি যৌথ আভিযানিক দল রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানাধীন গোয়ালন্দ মোড় এলাকায় অভিযান পরিচালনা করে হত্যা মামলার প্রধান আসামী শামীম (২৪)’কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।