বক্তব্য রাখছেন প্রধান বিচারপতি জাস্টিস সৈয়দ রেফাত আহমদ।

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী, সাবেক অ্যাটর্নি জেনারেল ও সংবিধান বিশেষজ্ঞ ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমদ (১৯৩২-২০০৩)-এর স্মরণে আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অডিটোরিয়ামে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়।

“মাসদার হোসেন মামলা: ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমদের শেষ লড়াই এবং জুলাই গণঅভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে নতুন ভাবনা” শীর্ষক এই আলোচনায় দেশের শীর্ষস্থানীয় আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন।

ইশতিয়াক সেন্টারের আয়োজনে অনুষ্ঠিত এই আলোচনাসভায় সভাপতিত্ব করেন বাংলাদেশের প্রধান বিচারপতি জাস্টিস সৈয়দ রেফাত আহমদ।

আলোচনায় অংশ নেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদিন, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি এ. এম. মাহবুব উদ্দিন খোকন, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী প্রবীর নিয়োগী, নিহাদ কবির ও মোস্তাফিজুর রহমান খান।
মূল প্রবন্ধ উপস্থাপন করবেন সংবিধান গবেষক ও আপিল বিভাগের অ্যাডভোকেট অরিফ খান। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রাশনা ইমাম।