শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের শরণখোলায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজ সোমবার ।১৮ আগস্ট সকাল ১০ টায় একটি রেলি উপজেলা প্রশাসন চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে শেষ হয়।

পরে উপজেলা মৎস্য কর্মকর্তা অঞ্জন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুদীপ্ত কুমার সিংহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক বেলাল হোসেন মিলন।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন থানা পুলিশের অফিসার ইনচার্জ তদন্ত শিশির ঘোষ, প্রাণিসম্পদ কর্মকর্তা আল মামুন জুয়েল , ইসলামী আন্দোলনের শরণখোলা উপজেলা শাখার সেক্রেটারি মুসা সাইফি।

অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা সুদীপ্ত কুমার সিংহ। মৎস কর্মকর্তা বলেন, ১৮ আগস্ট থেকে ২৪ আগস্ট পর্যন্ত মৎস্য সপ্তাহের কার্যক্রম চলবে।