করোনায় পরিবারকে কাছে পেয়েছে মানুষ

জীবন-যাপন

নিজস্ব প্রতিবেদক : ব্যস্ত নগর, মানুষ ছুটে চলে যন্ত্রের নিয়মে। কিন্তু, করোনার এই লকডাউন সময়ে কেমন আছেন নগরবাসী। বহু আগেই প্রকৃতির সংস্পর্শ থেকে সরে এসেছে নগর সভ্যতা। ক্রমশ কমেছে সবুজ। ব্যস্ত নাগরিক জীবন হয়তো ততটা টের পায় না বাক্সবন্দী অবস্থা। কিন্তু করোনায় ঘরবন্দি জীবন জানান দিচ্ছে, নিঃশ্বাস নেবার জায়গাটুকুও বড় অল্প।


বিজ্ঞাপন

আকাশপানে বেড়ে চলা ইমারতের মেলায় দেখা মিলবে প্রায় সব বয়সী মানুষের। ছোটদের নির্মল আনন্দ উচ্ছ্বাসের সঙ্গে প্রাপ্ত বয়স্কদের খুনসুটি। মনের নানা অভিব্যক্তি প্রকাশের জায়গাও এখন এখানে।


বিজ্ঞাপন

যাকে তুচ্ছ মনে করে মনোযোগ দেবার সময় হয়নি এতকাল, তাই এখন মনের খোরাক যোগাচ্ছে কারো জন্য।

মানসিক চাপের এই সময়ে, পরিবারের সদস্যদের প্রতি মনোযোগী হবার পরামর্শ সমাজবিজ্ঞানীদের।

সমাজতাত্ত্বিক খন্দকার সাখাওয়াত আলী বলেন, যুক্তিহীনভাবে সাফল্যের দিকে ছুটছি না। করোনা আমদের অন্তর জগতের দিকে তাকানোর সুযোগ করে দিয়েছে।

মানব ইতিহাস বলছে, যে জনপদে আঘাত হেনেছে মহামারী, তা পাল্টে দিয়েছে সেখানকার মানুষের আর্থ সামাজিক ও চিন্তার প্রেক্ষাপট। করোনা পরিস্থিতিও আমূল নাড়া দিয়ে যাবে প্রতিটি মানুষকে। এই দুযোগ কাটিয়ে প্রত্যাশা, পৃথিবী বাঁচুক ভালোবাসা আর সহমর্মিতায়।