মো: রফিকুল ইসলাম, নড়াইল : নড়াইলে দুর্বৃত্তের দেয়া বিষে ঘেরের পাঁচ লক্ষ টাকার মাছ নিধন। ৭ জুলাই বিকেলে কালিয়া উপজেলার রামপুর গ্রামের ইমরুল চৌধুরির মাছের ঘেরে দুর্বৃত্তের দেয়া বিষে ঘেরের মাছ মরে ভেসে উঠেছে।
গ্রাম্য দলাদলির করণে শত্রুতার বশে এ বিষ দেয়া হয় বলে ক্ষতিগ্রস্থদের অভিযোগ করেন।
একই সঙ্গে ঘের পাড়ের ফলবান সবজি ক্ষেতও কেটে বিনষ্ট করা হযেছে ।
পুলিশও ক্ষতিগ্রস্থরা জানায়, ইমরুল তার পৈতৃক জমি আড়াই একর আয়তনের ঘেরে গত ৫বছর যাবত রুই কাতলাসহ বিভিন্ন প্রজাতির সাদা মাছের চাষ করে আসছেন। মঙ্গলবার বিকাল থেকে সেখানে মরা মাছ ভাসতে দেখা যায়। সেদিন পরিমানে কম থাকলেও বুধবার বিপুল পরিমানে মাছ মরে ভেসে ওঠে। এ ছাড়া ঘেরের পাড়ের শাকসবজিও কেটে ফেলা হয়েছে। এতে অন্তত ৫লক্ষ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তের। তিনি এ ক্ষতির বিচার দাবি করেছেন। এ বিষয়ে নড়াগাতি থানা পুলিশ মৌখিক অভিযোগ পাওয়ার কথা স্বীকার করেছেন, কারা ঘটিয়েছে খতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার হবে বলে জানিয়েছে পুলিশ।