মো: রফিকুল ইসলাম, নড়াইল: ভয়াবহ দূর্যোগ করোনা মহামারিতে মানবতার জীবন যাঁপন থেকে উত্তোরণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট আর্থিক সহায়তা কামনা করে,নড়াইলে কিন্ডার গার্ডেন স্কুলের শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন
অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকার সময় নড়াইল প্রেসক্লাবের সামনে বাংলাদেশ কিন্ডার গার্ডেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদ, নড়াইল জেলা শাখার
আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, নড়াইল জেলা কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মোঃ সামিউল আলম জিহাদ,নড়াইল জেলা কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক মোঃ আসলামখান, অধ্যক্ষ নিয়াজ মাহফুজ খান টিটো, মতিয়ার রহমান প্রমূখ।
বক্তারা বলেন, ভয়াবহ দূর্যোগ করোনা মহামারিতে ক্ষতিগ্রস্থ নড়াইলসহ বাংলাদেশের সকল জেলায় কয়েক হাজার কিন্ডার গার্ডেন স্কুলের
মালিক-শিক্ষক-কর্মচারিরা মানবতার জীবন যাঁপন করছেন।
এর থেকে পরিত্রাণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশু হস্তক্ষেপ প্রয়োজন বলে কিন্ডার গার্ডেন স্কুলের শিক্ষক-কর্মচারীরা তাদের বক্তব্যে বলেন।