নিজস্ব প্রতিবেদক : সাভারে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ২ ফার্মেসীকে ১ লাখ টাকা জরিমানা করেছে র্যাব-৪ এর ভ্রাম্যমান আদালত। সোমবার (২৩ নভেম্বর) বিকেলে সাভারের রেডিও কলোনীর দিদার ফার্মেসী ও হারুন ফার্মেসী কে এ জরিমানা করেন র্যাব-৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান।
র্যাব-৪ সুত্রে জানা গেছে, সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত সাভারের রেডিও কলোনীতে দিদার ও হারুন নামের দুটি ফার্মেসীতে অভিযান পরিচালনা করে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ১ লাখ টাকা জরিমানা করা হয়৷ এর মধ্যে দিদার ফার্মেসীকে ৭৫ হাজার টাকা এবং হারুন ফার্মেসীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া দুই ফার্মেসীর কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়।
এ বিষয়ে র্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর এ এইচ এম আদনান তফাদার জানান, বিভিন্ন সাধারণ মানুষের কাছে তারা অবৈধ ঔষুধ বিক্রি করে আসছিলো। খবর পেয়ে র্যব অভিযান চালায়। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান ফার্মেসী দুটিকে জরিমানা করেন।