নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচী ও জননেতা শেখ হেলাল উদ্দিন গর্বিত মাতা বেগম রাজিয়া নাসের এর স্মরনে শরণখোলায় শোক সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে রায়েন্দা কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে এ শোক সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলার আওয়ামীলীগের প্রবীন নেতা মুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা ও বাগেরহাট-৪ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য এ্যাডভোকেট আমিরুল আলম মিলন। সভায় অন্যান্যের মধ্যে জেলা আওয়ামীলীগ নেতা আলহাজ্ব এম সাইফুল ইসলাম খোকন, নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত, ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ, মোড়েলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক, শরণখোলা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজমল হোসেন মুক্তা, ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহবায়ক আসাদুজ্জামান মিলন, খোন্তাকাটা ইউনিয়ন চেয়ারম্যান জাকির হোসেন খান মহিউদ্দিন, মুক্তিযোদ্ধা কমান্ডার এম. এ খালেক, আওয়ামীলীগ নেতা আব্দুল হক গোলাম হায়দার, এম. এ রশিদ, আঃ সোবাহান মুন্সী, সাব্বির আহম্মেদ মুক্তা, আবু রাজ্জাক আকন, শাহজাহান বাদল, জালাল আহমেদ, একরামুল কবির কিচলু, আবুল হোসেন নান্টু, তপু বিশ্বাস, তাইজুল ইসলাম সরদার, শ্রমিক লীগের সভাপতি মেজবাহ উদ্দিন খোকন, কৃষকলীগের সভাপতি ওয়াদুদ আকন, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, তাঁতীলীগের আহবায়ক জিয়াউল হক তালুকদার, সদস্য সচিব মনির জোমাদ্দার, ছাত্রলীগ নেতা জিয়াউল হাসান তেনজিন, সাইফুল ইসলাম জীবন, খায়রুল ইসলাম, আসাদুজ্জামান আসাদ সহ অংগ ও সহযোগী সংগঠনের নেতা কর্র্মীরা উপস্থিত ছিলেন।
শোক সভার প্রধান আলোচক এ্যাডভোকেট মিলন বলেন, ৭৫এর ১৫ আগষ্ট স্ব-পরিবারের বঙ্গবন্ধুকে হত্যার পর যে মহিয়সী নারী জীবনের সাথে অহর্নিশি জীবনের সাথে লড়াই করেছেন কিন্তু অন্যায়ের সাথে আপোষ করেননি তার নাম বেগম রাজিয়া নাসের। বঙ্গবন্ধুর ঘাতকেরা এই পরিবারকে নিশ্চিহ্ন করার জন্য ৭৫ পরবর্তী সময় জুলুম নির্যাতন করেও এই সাহসী নারীকে দমিয়ে রাখতে পারেননি।
সভা শেষে কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা মনিরুজ্জামানের পরিচালনায় দোয়া অনুষ্ঠিত হয়।