নিজস্ব প্রতিবেদক : রাজধানীর সবুজবাগ থানার বাইগদিয়া ৭৩ নং ওয়ার্ডে বি এন পি এর উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় বাইগদিয়া স্কুল মাট সংলগ্ন এই আলোচনা সভা এবং বেগম জিয়ার সুস্থতা, ও দীর্ঘায়ু কামনায় এক বিশেষ দোয়া করা হয়।

এ সময় বক্তব্য রাখেন :সবুজবাগ থানা বিএনপির সাবেক সভাপতি ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ন আহবায়ক বীর মুক্তিযোদ্ধা জনাব গোলাম হোসেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাবেক যুগ্ন আহবায়ক সবুজবাগ থানার ও ৭৩ নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি জনাব জাহাঙ্গীর আলম।

এ সময় আরোও উপস্থিত ছিলেন ৭৩ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক শহীদুল্লাহ শহীদ ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আজিম মিয়া, ৪ নং ওয়ার্ড মাদারটেক শাখার সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।