পটুয়াখালী জেলা কৃষক দলের সম্মেলনের প্রধান সমন্বয়ক আকতার হোসেন সেন্টু

Uncategorized গ্রাম বাংলার খবর জাতীয় বরিশাল বিশেষ প্রতিবেদন রাজনীতি সংগঠন সংবাদ সারাদেশ

রিয়াজুল ইসলাম বাচ্চু  :  জাতীয়তাবাদী কৃষক দল পটুয়াখালী জেলা কৃষক দলের আসন্ন সম্মেলনে প্রধান সমন্বয়ক ও নির্বাচন কমিশনারের দায়িত্ব পেয়েছেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক বানারীপাড়া – উজিরপুর আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী জননেতা ও সমাজ সেবক লায়ন আকতার হোসেন সেন্টু ।


বিজ্ঞাপন

জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সংসদের দফতর সম্পাদক মোঃ শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে এই দায়িত্ব তাকে প্রদান করা হয়েছে।


বিজ্ঞাপন

তিনি কৃষক দলের বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক (অতিরিক্ত দায়িত্ব) হিসেবেও দায়িত্ব পালন করছেন। আগামী ২৮ আগষ্ট পটুয়াখালী জেলা কৃষক দলের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে ।জাঁকজমকপূর্ণ এ সম্মেলন ঘিরে পটুয়াখালীতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।


বিজ্ঞাপন

নেতা কর্মীদের মধ্যে ব্যাপক আনন্দ উৎসব লক্ষ্য করা গেছে। কে হবেন পটুয়াখালী জেলা কৃষক দলের সভাপতি ও সাধারণ সম্পাদক তা নিয়ে চলছে জল্পনাকল্পনা। আনন্দ ও উৎসবমুখর পরিবেশে সম্মেলন বাস্তবায়ন হবে বলে আয়োজকরা জানিয়েছেন।


বিজ্ঞাপন

জননেতা লায়ন আকতার হোসেন সেন্টু সম্মেলন বাস্তবায়ন বিষয়ে বলেন, “আমাদের দলের মধ্যে সঠিক গণতন্ত্রের চর্চা রয়েছে। তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের চাহিদা ও পছন্দের ব্যাক্তিরা নেতৃত্বে আসবেন এটি সকলের প্রত্যাশা।

কৃষক দলের কেন্দ্রীয় সংসদের নির্দেশনায় পটুয়াখালীতে বলিষ্ট নেতৃত্ব গড়ে তোলার জন্য ২৮ আগষ্ট ২০২৫ সম্মেলনের আয়োজন করা হয়েছে। কর্মীদের চাহিদা অনুযায়ী বরিশালের সকল জেলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত ও উজ্জিবিত নেতাদের সমন্বয়ে ত্যাগী ও সৎ ব্যক্তি দ্বারা জেলা কমিটি উপহার দেয়ার চেষ্টা করা হবে। ”

পটুয়াখালী জেলায় ৮টি উপজেলা শাখা রয়েছে। সেগুলো হলো পটুয়াখালী সদর, কলাপাড়া, মির্জাগঞ্জ, দুমকি, গলাচিপা, দশমিনা, বাউফল, এবং রাঙ্গাবালি এবং পটুয়াখালী জেলায় ৫টি পৌর কমিটি রয়েছে। এইগুলো হলো পটুয়াখালী পৌরসভা, গলাচিপা পৌরসভা, বাউফল পৌরসভা, কলাপাড়া পৌরসভা এবং কুয়াকাটা পৌরসভা‌ ‌। মোট ১৩ টি উপজেলা ও পৌর কমিটির কাউন্সিলররা এই সম্মেলনে ভোটাধিকার প্রয়োগ করবেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *