নিজস্ব প্রতিবেদক: হাতিয়া-নোয়াখালী রুটে বিআইডব্লিউটিসি’র অত্যাধুনিক সংযোজন আইভি রহমান-১ ও আইভি রহমান-২ নামে দুইটি সী-ট্রাক বরাদ্দের প্রস্তুতি চলছিল। যার সম্ভাব্য ভাড়া নির্ধারণ করার কথা ১৭৫ টাকা। পরবর্তীতে ভাড়া কমিয়ে ৯০-৯৫ টাকা করার সিদ্ধান্ত গৃহীত হয়েছিল।
সী-ট্রাকগুলো সরাসরি বিআইডব্লিউটিসি নিজস্বভাবে পরিচালনা করার কথা থাকায় ইজারাদারদের রোষানলে পড়তে হয় BIWTC কে। স্থানীয় সিন্ডিকেটের একচেটিয়া জুলুমের কারণে এই সুযোগটি অনিশ্চিত সম্ভাবনায় পড়েছে। ইজারাদার সিন্ডিকেটের স্বার্থে আঘাত হানার সম্ভাবনায় তারা সী-ট্রাক দুটি বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ ঘোষণা করেছে। মরিয়া হয়ে পড়েছে সী-ট্রাক দুটিকে প্রতিহত করার। তাই তাদের সংশোধিত বিজ্ঞপ্তিকে ফেলে ডিসি মহোদয়ের নির্দেশে BIWTC এর নির্ধারিত ভাড়ায় পুরানো সী-ট্রাকটি চালানোর সিদ্ধান্ত নিয়েছে।
আইভি রহমান-১ ও আইভি রহমান-২ সী-ট্রাকের জন্যে তরুণ প্রজন্মের গণজাগরণ চাই। গণ জাগরনই পারবে আমাদের অধিকার নিশ্চিত করতে। যা গত দুই দিনে আমরা হাতেনাতে প্রমাণ পেয়েছি। আসুন ঐক্যবদ্ধ হই।