নিজস্ব প্রতিবেদক: নোয়াপাড়া, নদী বন্দর, BIWTA দৃষ্টি আকর্ষণ করছি। এগুলা আপনাদের চোখে পড়ে না? বেশ ভালো কথা, আপনারা অফিসার মানুষ এসি চালিয়ে অফিস করেন, চোখে কালো চশমা পড়া, এগুলা আপনাদের চোখে পড়বে না। আমরা আপনাদের দেখিয়ে দিলেও দেখেন না, এটা কেমন ব্যাপার।
এসকল অবৈধ জেটি বা ঘাটের জন্য, এই ভৈরব নদী আজ, অস্তিত্ব সংকটে, ঘটছে নানা ধরনের নৌ দুর্ঘটনা। এ-ই নভেম্বর ২০২০ এ ১০ দিনের ব্যবধানে দুটি জাহাজ দুর্ঘটনার শিকার হয়েছে। এতে জাহাজ মালিক ক্ষতির শিকার এবং জাহাজের নাবিক হয়রানি ও বেকারত্বের শিকার হচ্ছে। জাহাজের নাবিক গন। সমুদ্র, ঝড়, তুফান, প্রকৃতির সাথে লড়াই করে জাহাজটি বন্দরে পৌছায়, আর এখানেই নদী খেকো কিছু মাএ মানুষের জন্য দুর্ঘটনার কবলে পড়তে হয়।
এভাবে চলতে থাকলে জাহাজের নাবিক বা মালিক গন এই নদী বন্দরে জাহাজ পরিচালনা করতে, অনিচ্ছা জানাতে পারেন। এজন্য এ-ই ভৈরব নদী ও বন্দর সচল রাখতে, পুনরায় ড্রেজিং ও অবৈধ জেটি উচ্ছেদ করুন।