নিজস্ব প্রতিনিধি : বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বেগম রাশিদা আক্তার এর নেতৃত্বে ২৩-১২-২০২০ খ্রিঃ তারিখ মিরপুর ও ক্যান্টনমেন্ট এলাকায় পুলিশ এর সহযোগীতায় মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়। অভিযানে (১) বৃহত্তম নোয়াখালী জেনারেল স্টোর, মানিকদি, সবুজ ছাড়া রোড, ক্যান্টনমেন্ট, ঢাকায় মশার কয়েল পণ্যের লেবেলে বিএসটিআই’র সিএম লাইসেন্স ব্যতিত মান অবৈধ ভাবে চিহ্ন ব্যবহার করায় ২৫,০০০/- টাকা জরিমানা করা হয়েছে। ও (২০ ইপিলিয়ন হোল্ডিং লি:, (সেইলর), সেকশন-৭, রোড-৭, প্লট-এম/-২-১, মিরপুর, ঢাকায় কাপড়ের রংয়ের স্থায়ীত্ব পণ্যের বিএসটিআই’র সিএম লাইসেন্স না থাকায় ২৫,০০০/- টাকা জরিমানা করা হয়েছে। উক্ত অভিযানে বিএসটিআই’র প্রসিকিউশন অফিসার হিসেবে মোঃ সিকান্দার মাহমুদ, ফিল্ড অফিসার (সিএম) ও মোঃ শরিফুল ইসলাম, পরীক্ষক (টেক্সটাইল), ফিল্ড অফিসার (সিএম) অংশগ্রহণ করেন।