ইসমাঈল ইমু : ইউএস আর্মি প্যাসিফিক কমান্ডার জেনারেল রবার্ট বি ব্রাউন এর আমন্ত্রণে হাওয়াই সফররত সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ মঙ্গলবার হুনুলুলুতে অনুষ্ঠিত ল্যান্ড ফোর্সেস অব দ্য প্যাসিফিক সিমপোজিয়াম এন্ড এক্সপজিশন (এলএএনপিএসি) এ অংশগ্রহণ করেন। আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।
পাশাপাশি সেনাবাহিনী প্রধান বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তাদের নিয়ে আয়োজিত প্যানেল ডিস্কাশনে অংশগ্রহণ করেন এবং প্রধান বক্তা হিসেবে ‘ল্যান্ড ফোর্সেস ইনক্রেজড ইন্টারঅপারেবিলিটি উইথ আলিস এন্ড পার্টনার্স’ বিষয়বস্তুর উপর বক্তব্য উপস্থাপন করেন।
উল্লেখ্য, সেনাবাহিনী প্রধান ২০০৫-০৬ সালে সুদানে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষী মিশন এর ফোর্স কমান্ডারের মিলিটারি এ্যাসিসট্যান্ট হিসেবে নিয়োজিত থাকাকালীন ৫০ টির ও বেশি দেশের প্রতিনিধিদের সঙ্গে সম্মিলিতভাবে কাজ করার অভিজ্ঞতা সকলের মাঝে তুলে ধরেন।